ভালবাসা কয় সেই তো ফিরে এলে

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

Farhad Reza
  • 0
  • ৭১
“ ভালবাসার সম্পর্কে ভুল বুঝাবুঝি থাকতেই পারে আর ভুল টা হতে পারে ছেলে বা মেয়ে যে

কারোরই তাই বলে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়ে শম্পা হয়ে উঠবে পুরুষ-বিদ্বেষী নারী এ কেমন

কথা ! বিগত চারটি বছর শম্পা তার জীবনে একাকী পথ-প্রদর্শক, ঠিক একই কথাই

প্রযোজ্য শুভর ( উল্লেখ্য যে, শম্পা ও শুভ পরস্পরের অপরিচিত ) বেলায় যার অর্থ

ভালবাসা অধ্যায়ের ইতি টেনে নারী বিদ্বেষী হয়ে একাকিত্ব জীবন বেছে নেয়া, আজ পহেলা

ফাল্গুন, বিদ্বেষী মনের বিদগ্ধ ক্ষতে নাহয় লাগুক ফাগুনের হিমেল হাওয়া ক্ষতি কি এরূপ

মনোবাসনা থেকেই শম্পা বেরিয়েছে টি,এস,সির খোলা প্রান্তরে বর্ণহীন হৃদয় কে ফাগুনের

আগুন ঝরা রোদে শানিয়ে নিতে, ঠিক একইরুপ মনোবাসনার কাছে নতি স্বীকার করে

শুভর গন্তব্য-ও টি,এস,সি, টি.এস.সির সবুজ চত্তরে দুজনেই একাকী বসা পরস্পরকে

পর্যবেক্ষণ করছে গভীরভাবে, কি মনে হতে শুভই প্রথম এগিয়ে যায় শম্পার দিকে, হাই

হ্যালো থেকে অত:পর পরিচয়, দুজনই ভাবে এভাবে একাকী বসে থাকার চাইতে স্বল্প

আলাপচারিতায় সময়টা কাটালে মন্দ কি! মানুষের মন বিচিত্র কখন কি করে বসে তার

নেই ঠিক আর যেহেতু তারা দুজনই বিপরীত লিঙ্গ বিদ্বেষী তাই দুজনই মনে মনে ঠিক

করে নেয় তাদের অলিক সম্পর্কের বিষয়টিকে যেখানে দুজনই দুজনকে মিথ্যে ' Engaged

' বলে আখ্যা দেয় ( দুজনই তাদের ভালবাসার মানুষটি উচ্চ শিক্ষার জন্য বিদেশরত

জানায় ) এ কারণে যে, যেন তারা পরস্পর পরস্পরের প্রতি দুর্বলতা বোধ না করে,

পারস্পরিক কথা-বার্তা, ঘুরে বেড়ানো, হাসি ঠাট্টা আর খুনসুটিতে কেটে যায় ফাল্গুনের
প্রথম দিনটি, বাড়িতে ফিরে শয়নকালে মনে পড়তে থাকে সারাদিনের কথা, সারাদিনের

প্রতিটি স্মৃতি তাদের অহর্নিস তাড়া করে বেড়ায় আর সেই সাথে কাকতলীয় হলেও

দুজনের মাঝেই দুজনের অস্তিত্ব কে তারা প্রবলভাবে উপলব্ধি করতে শুরু করে,

উপলব্ধির প্রবলতা ক্রমশই এতটা বাড়তে থাকে যে, কোনক্রমেই তারা যার যার জীবনে

অপরজন কে প্রয়োজন এ বিশ্বাস থেকে নিজেদের কে পৃথক করতে পারেনা, কিন্তু এটা

কিভাবে সম্ভব! কারণ দুজনই যে দুজনকে মিথ্যে উপস্থাপন করেছে, আজ ভালবাসা

দিবস, না, শেষ পরজন্ত মানুষের বিচিত্র মন আর ভালবাসার জন্য ক্ষুধিত হৃদয়ের কাছে

হার মানে 'Engaged' নামের মিথ্যে প্রহসন দুজনেরই এ ভাবনা থেকে যে, কাল ভালবাসা

দিবসে দেখা করে মিথ্যেটা কে সত্যে রূপ দিতে হবে কেন মিথ্যে বলতে বাধ্য হয়েছি তা

খুলে বলতে হবে এবং সেই সাথে হোক সে 'Engaged' তবুও যার প্রতি এক রাতেই অদম্য

ভালবাসা তৈরী হয়েছে তাকে তা বলে দিয়ে ভারমুক্ত হতে দোষ টা কোথায়? না,

ভাবাভাবির কিছু নেই, শেষতক সিদ্ধান্ত টা পাকাপক্তই করে ফেলে তারা দুজন,কল টা

শম্পাই প্রথম দেয় শুভকে, সরাসরি বলে ফেলে ভালবাসা দিবসে শুভর সাথে দেখা করার

ইচ্ছে, শুভ-ও মুহূর্ত দেরী না করে লুফে নেয় শম্পার অনুরোধ, অত;পর ভালবাসা দিবসে

তাদের আবারও দেখা,দুজনের মনের ভিতরে ঝড় উঠতে থাকে প্রথম দিনের অনুভবে সৃষ্ঠ

হওয়া ভালোলাগা, ভালবাসার অনুভূতি কিভাবে ব্যক্ত করা যায়? ব্যক্ত করে তো কোনো

লাভ নেই কারণ গতকাল তো বলেই দিয়েছে ও 'Engaged' শুধুশুধু গতরাতের তীব্র

অনুভূতি থেকে সৃষ্ঠ ভালোলাগার বিষয়টি প্রকাশ করে রিফিউজ হওয়া যার অর্থ আবার

সেই একাকিত্ব জীবন কিন্তু দামাল মনের লাগাম-ও টানা যাচ্ছেনা, শম্পাই উদ্যোগ নেয়

প্রথম, চোখ বন্ধ করে সে শুভকে বলে ফেলে গতরাতে তার মনের ভিতরে ঘটে যাওয়া

বিপ্লব সেই সাথে গতকালের মিথ্যে প্রহসনটি এবং কেন শম্পা এ মিথ্যে প্রহসনের

আশ্রয় নিতে বাধ্য হয়েছিল তাও ব্যখ্যা করে, তন্ময় হয়ে শুনে শুভ,শুভ মনে মনে

আশ্চর্য হয় এমন কাকতলীয় ঘটনা-ও এ পৃথিবীতে ঘটে!এ যে দেখি শুভর বেলায় যা

ঘটেছে ঠিক তাই,শম্পা চোখ খুলতেই এবার শুভ-ও অবলীলায় আউড়িয়ে যায় শুভর

ক্ষেত্রে যা ঘটেছে অর্থাৎ শম্পার মতই হুবুহু কাহিনী,শুভর মুখ থেকে পুরো কাহিনী শুনার

পরে শম্পার মনে জন্ম নেয় যুগপৎ বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার ও সেই সাথে শুভর প্রতি

অবিশ্বাস কারণ শম্পার মনে সন্দেহের উদ্রেক হয় এ কারণে যে, হয়ত শম্পার ভালবাসা

কে স্বীকৃতি দিতেই শুভর গতকালের মিথ্যে প্রহসন থেকে সরে আসা, কিন্তু শেষ পর্যন্ত

শুভর গতরাতে শম্পাকে নিয়ে অনুভবে অনুভূতির বাস্তব কাহিনী ও শুভর প্রতি শম্পার

ভালবাসার অনুভূতি যখন একই সুত্রে গ্রথিত হয় তখন ভালবাসা দিবসে পারস্পরিক

ভালবাসার কাছে শুভর প্রতি শম্পার মনে অবিশ্বাসের পতন ঘটে........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার ! এখানেই কবি সাহিত্যিকদের বাহাদুরী ! তাদের সৃজনশীলতায় জানিনা স্রষ্টা হাসে না কাঁদে ! তবুও তো মিলনের আনন্দ ছুঁয়ে যায় হৃদয় মন ! ঠিক এমনি করে আগামী কালকের ভালবাসা দিবসে আমাদের দুই মহান নেত্রী’র মাঝে যদি মিলন হয়ে যেত তাহলে কত ভাল হ’তো না ?
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন ভাইরে, ভাই, এ আপনি কি লিখেছেন, অসম্ভব রকমের ভালো লাগল।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫
জুন ভালো লিখেছেন।ভালো লাগা রেখে গেলাম।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৫

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী